Kanyashree University Admission 2025

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে দ্বিতীয় দফার ভর্তি শুরু, শূন্য আসনের সংখ্যা ২১৯

শূন্য আসনগুলিতে ‘আগে এলে আগে পাবেন’ নীতি মেনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:০৪
Share:

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নদিয়ার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে শুরু হল স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের তরফে দ্বিতীয় দফায় পড়ুয়াদের ভর্তির আয়োজন করা হয়েছে। জানানো হয়েছে, প্রথম দফার ভর্তি শেষে এখনও বেশ কিছু আসন খালি রয়েছে বিশ্ববিদ্যালয়ে। সেখানেই পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগে নানা বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। সেগুলি হল— বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সোশ্যাল ওয়ার্ক, ফুড অ্যান্ড নিউট্রিশন, আইন, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজ়ম, সংস্কৃত এবং গণিত। সমস্ত বিভাগ মিলিয়ে শূন্য আসনের সংখ্যা ২১৯।

প্রতি বিভাগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। শূন্য আসনগুলিতে ‘আগে এলে আগে ভর্তি’ নীতি প্রয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু বৃহস্পতিবার থেকে। চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement