মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর স্তরের কোর্সে এখনও আসন খালি। এ জন্য সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তরফে তৃতীয় দফায় পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ জন্য তাঁরা অনলাইনেই আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, বিজ্ঞান এবং আইন বিভাগের অধীনে নানা বিষয় নিয়ে স্নাতকোত্তরের সুযোগ রয়েছে। বিষয়গুলি হল— বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, আইন, গণিত, দর্শন, উদ্ভিদবিদ্যা, রসায়ন, অর্থনীতি, এডুকেশন, পদার্থবিদ্যা, শারীরবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সাঁওতালি, আরবি, সেরিকালচার এবং প্রাণিবিদ্যা। এর মধ্যে সর্বাধিক আসনসংখ্যা সংস্কৃত বিভাগে।
স্নাতকোত্তরে বাংলা নিয়ে পড়ার জন্য পড়ুয়াদের বাংলায় অনার্স নিয়ে স্নাতক হতে হবে। একই ভাবে অন্য বিভাগের জন্যও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
আগ্রহীরা এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২০ অক্টোবর আবেদনের শেষ দিন। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ২১ এবং ২২ অক্টোবরের মধ্যে। মেধাতালিকা প্রকাশিত হবে ২৪ অক্টোবর।