SAIL Recruitment 2025

কর্মী খুঁজছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, কর্মস্থল বার্নপুরের ইসকো স্টিল প্ল্যান্ট

ই-৬ বা ই-৭ গ্রেডের এই পদে কর্মীদের পারিশ্রমিক হবে মাসে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৮:০৬
Share:

ইসকো স্টিল প্ল্যান্ট। ছবি: সংগৃহীত।

পশ্চিম বর্ধমানের বার্নপুরে কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল)-এর তরফে ইসকো স্টিল প্লান্টে কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, সংস্থার চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। প্রার্থীরা এ জন্য অফলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

সংস্থার তরফে অ্যাডভাইসর বা কনসালট্যান্ট (পরামর্শদাতা) নিয়োগ করা হবে। শূন্যপদ ১৯টি। নিযুক্তদের সংস্থার সিভিল, সেফটি, হট স্ট্রিপ মিল, ইলেকট্রিক্যাল এবং ফিন্যান্স অ্যান্ড ট্যাক্সেশন–এর মতো নানা ক্ষেত্রের বিভিন্ন প্রকল্পে কাজের সুযোগ মিলবে। প্রথমে সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর শর্তসাপেক্ষে আরো ছ’মাস এই মেয়াদ বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ই-৬ বা ই-৭ গ্রেডের এই পদে কর্মীদের পারিশ্রমিক হবে মাসে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা।

Advertisement

বিভিন্ন প্রকল্পে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৬ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement