NSOU Admission 2025

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নানা বিষয় পড়ার সুযোগ, দ্বাদশোত্তীর্ণ হলেই আবেদন

আগামী বছরের ১২ জানুয়ারি (সম্ভাব্য তারিখ) থেকে শুরু হবে সমস্ত কোর্সের ক্লাস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৭:৫১
Share:

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএওইউ)-র তরফে একাধিক বিষয় পড়ানো হবে। সংশ্লিষ্ট বিষয়গুলিতে পেশাদারি দক্ষতা বৃদ্ধিরও সুযোগ দেওয়া হবে। এ কথা জানিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আগ্রহীরা এ জন্য অনলাইনেই তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।

Advertisement

রাজ্যের মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলি আয়োজনের দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর লাইফ লং লার্নিং। যুগোপযোগী মোট চারটি বিষয় কোর্স করানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। সেগুলি হল— আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, বিজ়নেস এআই, ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস এবং অপারেশন্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। সমস্ত বিষয়েই সার্টিফিকেট কোর্স করার সুযোগ রয়েছে। আগামী বছরের ১২ জানুয়ারি (সম্ভাব্য তারিখ) থেকে শুরু হবে সমস্ত কোর্সের ক্লাস।

কোর্সগুলি করা যাবে অনলাইনে। তবে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে অনলাইন এবং অফলাইনে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আঞ্চলিক কেন্দ্রগুলিতে অফলাইনে পড়ুয়াদের জ্ঞান ও দক্ষতা যাচাই করে দেখা হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ যে কোনও ব্যক্তিই এই কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারবেন। তাঁরা শুধু বিষয় সম্পর্কিত জ্ঞান অর্জনের সুযোগ পাবেন, এমন নয়। একইসঙ্গে পেশাপ্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করতে ইন্টার্নশিপেরও ব্যবস্থা রয়েছে।

Advertisement

যাঁরা ইন্টার্নশিপ ছাড়া কোর্সগুলি করতে চান, তাঁদের জন্য কোর্স ফি বরাদ্দ করা হয়েছে ১২,০০০ টাকা। অন্য দিকে, ইন্টার্নশিপ-সহ কোর্স করার জন্য বরাদ্দ অর্থমূল্য ১৬,০০০ টাকা।

ইচ্ছুক ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement