RBU Admission 2025

কলা বিভাগে স্নাতকের সুযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, কোন বিভাগে কত আসন?

২০২৫-'২৬ শিক্ষাবর্ষের জন্য কলা বিভাগের চার বছরের বিএ অনার্স কোর্সে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৭:৩৪
Share:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজ্য উচ্চশিক্ষা দফতরের নির্দেশ মেনে অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে সম্প্রতি। এর পরই বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে শূন্য আসনগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও শুরু হয়েছে এই ভর্তি। বুধবার এই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, অনলাইনেই আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য কলা বিভাগের চার বছরের বিএ অনার্স কোর্সে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। ন্যাশনাল কারিক্যুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক মেনেই স্নাতকের পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। পড়ুয়ারা বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং সংস্কৃতের মতো বিষয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবেন। এর মধ্যে অর্থনীতি বিভাগেই রয়েছে সর্বাধিক আসন— ১১০টি। এর মধ্যে কিছু আসন সংরক্ষিতদের জন্য রাখা হবে।

আবেদনকারীদের ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকা জরুরি। তবে অর্থনীতির ক্ষেত্রে নিয়ম একটু আলাদা। যাঁরা উচ্চ মাধ্যমিকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, তাঁদের গণিতে ন্যূনতম ৩০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। আবার যাঁদের একাদশ দ্বাদশে অর্থনীতি ছিল না, তাদের ক্ষেত্রে গণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

Advertisement

আবেদনকারীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা যাচাই করে বিভিন্ন বিষয়ে ভর্তি নেওয়া হবে। এ জন্য আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৫ অক্টোবর আবেদনের শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement