পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
বুধবার কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার তরফে জানানো হয়েছে, সংস্থায় দক্ষ পেশাদার নিয়োগ করা হবে। এ জন্য বুধবার থেকেই অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
সংস্থায় অফিসার ট্রেনি বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। শূন্যপদ ২০টি। তবে তা পরিবর্তন সাপেক্ষ। নিযুক্তদের সংস্থার ফিন্যান্স এবং কোম্পানি সেক্রেটারি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। পোস্টিং হতে পারে দেশের যে কোনও অঞ্চলে।
প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের মাসে বেসিক পে বাবদ ৪০,০০০ টাকা ছাড়াও বাড়িভাড়া এবং অন্য খাতে ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের ই-২ লেভেল-এর এক্জ়িকিউটিভ অফিসার পদে উন্নীত করা হবে। তখন তাঁদের বেতনক্রম হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।
অফিসার ট্রেনি (কোম্পানি সেক্রেটারি) পদের জন্য প্রার্থীদের ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। একই ভাবে অন্য পদটির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আবেদনে জানাতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৫ নভেম্বর আবেদনের শেষ দিন।
প্রার্থীদের লিখিত পরীক্ষা/ কম্পিউটার নির্ভর পরীক্ষা, নথি যাচাই, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।