Murshidabad University Recruitment 2025

২৪ জন শিক্ষক প্রয়োজন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে, কোন কোন বিষয় পড়ানোর সুযোগ রয়েছে?

চলতি মাসের ২৯ ও ৩০ তারিখ এবং নভেম্বরের ৩, ৪ ও ৬ তারিখ নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৭:৫০
Share:

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

অস্থায়ী ভাবে শিক্ষক নিয়োগ করা হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে। এ কথা জানিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় পড়ানোর জন্য সুযোগ রয়েছে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক প্রয়োজন। মোট শূন্যপদ ২৪টি। বিশ্ববিদ্যালয়ের আইন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, গণিত, দর্শন, সংস্কৃত এবং এডুকেশন-র মতো আটটি বিভাগে তাঁদের শিক্ষকতার সুযোগ রয়েছে। নিয়োগের পর প্রথমে তাঁদের সংশ্লিষ্ট পদে কাজের মেয়াদ থাকবে ছ’মাস পর্যন্ত। এর পর তাঁদের কাজের দক্ষতার ভিত্তিতে সেই মেয়াদ বাড়ানো হবে।

বিভিন্ন বিভাগে শিক্ষকদের অপরাধ আইন, সাংবিধানিক আইন, আন্তর্জাতিক আইন, অ্যালজেব্রা, অরডিনারি ডিফারেনশিয়াল একুয়েশন, অরগ্যানিক ও ইনঅরগ্যানিক কেমিস্ট্রি-সহ নানা বিষয় পড়াতে হবে। তাঁদের বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement

সমস্ত বিষয়ে শিক্ষকতার পদে আবেদনের জন্য ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নির্ধারিত নিয়ম মেনে যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে। তবে যাঁদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে পিএইচডি বা কোনও প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হলেও হলেও তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত/ গবেষণার অভিজ্ঞতার উপরেও গুরুত্ব দেওয়া হবে। ২৯ ও ৩০ অক্টোবর এবং ৩, ৪ ও ৬ নভেম্বর ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৯টার মধ্যেই উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement