St. Xavier's University Recruitment 2025

গবেষক প্রয়োজন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে, প্রকল্পের অর্থ জোগাবে আইসিএসএসআর

ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৮:০১
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে পড়াশোনা বা চাকরিতে যোগদানকারী মহিলাদের পরিসংখ্যান নিয়ে গবেষণাধর্মী কাজ হবে রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে। মূলত পশ্চিমবঙ্গ, অসম এবং মেঘালয় অঞ্চলের মহিলাদের নিয়েই এই গবেষণার কাজ। সেই প্রকল্পেই গবেষক প্রয়োজন। এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রকল্পের জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে ‘ব্রিজিং দ্য ডিজিটাল ডিভাইড: ওয়েমেন ইন স্টেম ইন ওয়েস্ট বেঙ্গল, অসম অ্যান্ড মেঘালয়’ শীর্ষক প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থপুষ্ট।

প্রকল্পের জন্য একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। তাঁর কাজের মেয়াদ থাকবে ১১ মাস। সাম্মানিক বাবদ তাঁকে প্রতি মাসে ৩৭,০০০ টাকা।

Advertisement

আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি অর্থনীতিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর এবং পিএইচডি/ এমফিল/ নেট থাকতে হবে। যাঁদের এর আগে ন্যূনতম এক বছর গবেষণার অভিজ্ঞতা এবং নানা সফটঅয়্যার সম্পর্কিত জ্ঞান রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২১ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর গবেষক নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement