প্রতীকী চিত্র।
সর্বভারতীয় স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। আগামী বছরের জন্য পরীক্ষার দু’টি পর্বের দিনক্ষণ ঘোষণা করল এনটিএ। রবিবার সংস্থার তরফে এ সংক্রান্ত ঘোষণা করা হয়েছে।
আগামী বছরের জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষা হবে ২১ থেকে ৩০ জানুয়ারির মধ্যে। অন্য দিকে, দ্বিতীয় পর্বের পরীক্ষার আয়োজন করা হবে ১ থেকে ১০ এপ্রিলের মধ্যে। এনটিএ-র তরফে জানানো হয়েছে, জানুয়ারি পর্বের পরীক্ষার জন্য চলতি মাসেই শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন বা নাম নথিভুক্তকরণ। আবার দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে আগামী বছর জানুয়ারি মাসের শেষ দিকে।
এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী বছর দেশ এবং বিদেশে আরও বেশি সংখ্যক পরীক্ষাকেন্দ্রে জেইই মেন-এর আয়োজন করা হবে। পরীক্ষা নিয়ামক সংস্থার আশা, এতে প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারা যাতায়াতের ঝক্কি এড়িয়ে পরীক্ষা দিতে আসতে পারবেন। একই সঙ্গে, ব্যক্তিগত তথ্য সম্পর্কিত সমস্ত অসঙ্গতি এড়াতে পরীক্ষার নাম নথিভুক্তকরণের সময় পরীক্ষার্থীদের আধার কার্ড, ইউডিআইডি কার্ড, জাতি শংসাপত্র জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।
প্রতি বছর দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি-সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক, বিআর্ক, বিপ্ল্যানিং ডিগ্রি কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্জ়াম (জেইই) মেন)-এর আয়োজন করা হয়। পরীক্ষা নেওয়া হয় মোট দু’টি পত্রের উপর। প্রথম পত্রের পরীক্ষাটি বিই/ বিটেক কোর্সে ভর্তির জন্য। দ্বিতীয়টি বিআর্ক/ বিফার্ম-এর জন্য।