মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, ইছাপুর। ছবি: সংগৃহীত।
উচ্চপদে কর্মী নিয়োগ করবে ইছাপুরের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি (এমএসএফ)। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করে সে কথাই জানানো হয়েছে সংস্থার তরফে। এ জন্য আগ্রহীদের অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদনপত্র জমা নেওয়া হবে।
সংস্থায় নিয়োগ হবে এক্জ়িকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) এবং অ্যাসিস্ট্যান্ট এক্জ়িকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে। শূন্যপদ রয়েছে তিনটি। নিযুক্তদের সংস্থায় প্রথমে দু’বছরের জন্য নিয়োগ করা হবে। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও এক বা দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
এক্জ়িকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে নিযুক্তকে প্রথম দু’বছরে মাসে ১,২০,০০০ টাকা এবং পরবর্তী দু’বছরে ১,৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে। অন্য দিকে, অ্যাসিস্ট্যান্ট এক্জ়িকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে নিযুক্তদের প্রথম দু’বছরে মাসিক বেতন বাবদ ৪৫,০০০ টাকা এবং পরের দু’বছর ৫০,০০০ টাকা দেওয়া হবে।
প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হলে এক্জ়িকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে আবেদন করতে পারবেন। অন্য দিকে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হলে অ্যাসিস্ট্যান্ট এক্জ়িকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে আবেদন জানানো যাবে। এ ছাড়া, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র এবং অন্য নথি নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে এবং ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৯ নভেম্বর। এ বিষয়ে বাকি তথ্য জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।