প্রতীকী চিত্র।
গ্রেড-৩ পদে কর্মী নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে নিয়োগ হবে মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) পদে। মোট শূন্যপদ ১৯৬টি। নিযুক্তদের নবম বেতন স্কেল মেনে প্রতি মাসে বেসিক পে বাবদ ২৮,৯০০ টাকা দেওয়া হবে।
প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হলে সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা নিয়ে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল টেকনোলজিতে দু’বছরের ডিপ্লোমা থাকতে হবে। যাঁদের মেডিক্যাল টেকনোলজিতে ব্যাচেলর্স ডিগ্রি বা বিজ্ঞানে ব্যাচেলর্স ডিগ্রির পর মেডিক্যাল টেকনোলজিতে এক বছরের ডিপ্লোমা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে।
উল্লিখিত পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা যাচাই করে নিয়োগ করা হবে। এ জন্য তাঁদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ২১০ টাকা। আগামী ২৮ নভেম্বর আবেদনের শেষ দিন।