ন্যাশনাল জুট বোর্ড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় বস্ত্রবয়ন মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল জুট বোর্ড (এনজেবি)-এ কর্মখালি। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা। এ জন্য আগ্রহীরা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থার তরফে ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। তাঁদের সংস্থার কলকাতার সদর দফতরের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এসট্যাবলিশমেন্ট বিভাগে কাজ করতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রথমে দু’বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও তিন বছর বাড়ানো হতে পারে। প্রতি মাসে তাঁদের বেতন বাবদ মাসে ৭০,০০০ টাকা দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। থাকতে হবে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিউম্যান রিসোর্সে এমবিএ অথবা এলএলএম বা সমতুল ডিগ্রি। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতাও।
আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ঠিকানা অথবা ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।