বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল)। ছবি: সংগৃহীত।
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থায় বিভিন্ন পদে নির্ধারিত মেয়াদে কাজের সুযোগ মিলবে। এ জন্য মঙ্গলবার থেকেই শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া।
সংস্থার তরফে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট, সিনিয়র অ্যাসোসিয়েট পদে। মোট শূন্যপদ ১৯টি। তাঁদের সংস্থার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, কনট্র্যাক্ট অ্যান্ড প্রোকিওরমেন্ট, সিভিল, হিউম্যান রিসোর্সেস, ল এবং বিআইএস বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের প্রথম ছ’মাস ‘প্রোবেশন’-এ রাখা হবে। এর পর তিন বছর পর্যন্ত তাঁদের সংশ্লিষ্ট পদগুলিতে কাজ করতে হবে।
অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পদে অনূর্ধ্ব ৩২ বছর বয়সিরা, অ্যাসোসিয়েট পদে অনূর্ধ্ব ৩৬ বছর বয়সিরা এবং সিনিয়র অ্যাসোসিয়েট পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পদে নিযুক্তেরা মাসে ৬৫,০০০ টাকা, অ্যাসোসিয়েট পদে নিযুক্তরা মাসে ৮০,০০০ টাকা এবং সিনিয়র অ্যাসোসিয়েট পদে নিযুক্তরা মাসে ১,০০,০০০ টাকা বেতন পাবেন।
পদগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠির রয়েছে। আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ২০০ টাকা। আগামী ২১ নভেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।