প্রতীকী চিত্র।
অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে ঝাড়গ্রামের স্কুলে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং জনজাতি উন্নয়ন বিভাগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। প্রার্থীরা এ জন্য অনলাইন বা অফলাইনে জমা দিতে পারবেন।
জেলার বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ফর শিডিউলড ট্রাইবস-এর জন্য এই নিয়োগ। সেখানে অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১১টি। স্কুলে তাঁদের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নানা বিষয় পড়াতে হবে। এর মধ্যে রয়েছে— বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, শারীরশিক্ষা, ইতিহাস এবং অর্থনীতি।
আবেদনকারীদের কোনও সরকারি/ সরকার পোষিত/ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা হতে হবে। বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
চাকরিপ্রার্থীদের এ জন্য আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে বা ই-মেল আইডিতে পাঠিয়ে বা সেখানে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আগামী ১৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।