আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।
বিশ্বের সেরা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। বুধবার প্রকাশিত আন্তর্জাতিক ‘কিউএস ইন্টারন্যাশনাল ট্রেড র্যাঙ্কিং’-এ তেমনটাই দেখা গিয়েছে। বিভিন্ন বিভাগের মধ্যে রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতার ফলাফল উল্লেখযোগ্য।
২০২৬ সালের ‘কিউএস ইন্টারন্যাশনাল ট্রেড র্যাঙ্কিং’-এ এমবিএ অ্যান্ড মাস্টার্স এবং এক্জ়িকিউটিভ এমবিএ— এই দু’টি বিভাগে ভাগ করে বিভিন্ন প্রতিষ্ঠানের র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে। প্রথম বিভাগে রয়েছে বিশ্বের ৩১টি দেশের ১০৬টি প্রতিষ্ঠানের নাম। দ্বিতীয় বিভাগে ১৪টি দেশের আইআইএম আমদাবাদের র্যাঙ্ক গত বছরের তুলনায় অনেকটাই উপরে উঠে এসেছে। ৬৯.৭ স্কোর নিয়ে রয়েছে ৩২তম স্থানে। অন্য দিকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড-এর (আইআইএফটি) র্যাঙ্ক ৭১। প্রাপ্ত স্কোর ৪৯.৬।
অন্য একটি বিভাগ এক্জ়িকিউটিভ এমবিএ-এর ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য ফল আইআইএম কলকাতার। এই প্রথম কোনও ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান এই বিভাগে স্থান দখল করেছে। অষ্টম স্থানে থাকা আইআইএম কলকাতার প্রাপ্ত স্কোর ৭৮.৩। এ ক্ষেত্রে উল্লেখ্য, এ বছরের ‘কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং’-এর তালিকাতেও আইআইএম কলকাতা ছিল ৬৪তম স্থানে।
আন্তর্জাতিক সংস্থা কোয়াককারেরি সিমন্ডস (কিউএস) হিনরিখ ফাউন্ডেশন-এর সঙ্গে যৌথ ভাবে বিশ্বের বিভিন্ন বাণিজ্য বা ব্যবসায়িক শিক্ষাপ্রতিষ্ঠানকে নানা মাপকে মূল্যায়ন করেছে। প্রতিষ্ঠানগুলিকে ট্রেড প্রোগ্রাম কনটেন্ট, গ্র্যাজুয়েট আউটকামস, ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট, ইনোভেটিভ টিচিং, রেপুটেশন-এর বিভিন্ন মাপকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।