আইআইটি দিল্লি। ছবি: সংগৃহীত।
নতুন একটি বিষয়ে একটি ডিগ্রি কোর্স পড়ানোয় উদ্যোগী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লি। অনলাইনেই ক্লাস করা যাবে। দেশের যে কোনও প্রান্তের পড়ুয়া কোর্স করতে পারবেন। ক্লাস শুরু হবে চলতি মাসেই। সম্প্রতি এমনই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আইআইটি দিল্লির তরফে পড়ানো হবে ডিজ়াইন বিষয়ের উপর একটি বিটেক (ব্যাচেলর অফ টেকনোলজি) কোর্স। এই বিশেষ প্রোগ্রামে সামাজিক-প্রযুক্তিগত ব্যবস্থা ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে, সে ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে, তা মোকাবিলা করার কৌশলও শেখানো হবে।
সংশ্লিষ্ট কোর্সটি চার বছরের। রয়েছে ১৫৫ ক্রেডিট নম্বর। কোর্স থেকে পড়ুয়ারা শিখতে পারবেন বর্তমানের নানা প্রযুক্তি, ডিজ়াইন থিঙ্কিং প্রসেসেস, রিসার্চ মেথডস ফর অ্যানালাইজ়িং সোশ্যাল টেকনিক্যাল সিস্টেমস, কমিউনিকেশন অ্যান্ড প্রেজ়েন্টেশন স্কিলস এবং টিমওয়ার্কের মতো নানা বিষয়।
কোর্সে ভর্তির সুযোগ পাবেন জয়েন্ট এন্ট্রান্স এক্জ়ামিনেশন (জেইই) বা আন্ডারগ্র্যাজুয়েট কমন এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর ডিজ়াইন (ইউসিড)-এ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তিতে। চলতি মাসের ২৬ অক্টোবর থেকে শুরু হবে কোর্সের ক্লাস। সমস্ত বিষয়বস্তু পড়ানো হবে অনলাইনে। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন।