প্রতীকী চিত্র।
দেশের বিভিন্ন নামী প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি-র নানা কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরে জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই মেন)-এর আয়োজন করা হয়। সম্প্রতি পরের বছরের পরীক্ষার সূচি প্রকাশ করেছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। একইসঙ্গে, পরীক্ষার জন্য নাম নথিভুক্তকরণের সময় জমা দেওয়া সমস্ত তথ্য নির্ভুল হতে হবে। মিল থাকতে হবে পরীক্ষার্থীদের দশম বা দ্বাদশের ফলাফলের সঙ্গে আধার কার্ডে উল্লিখিত তথ্যের মধ্যে। এ ক্ষেত্রে সমস্যা হলে, কোন উপায়ে সমাধান করা সম্ভব, তা-ও জানিয়েছে এনটিএ।
প্রতি বছরের মতো আগামী বছরও দু’টি পর্বে জেইই মেন-এর আয়োজন করা হবে। প্রথম পর্বের পরীক্ষা হবে ২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের পরীক্ষা চলবে ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। প্রথম পর্বের জন্য চলতি মাসেই শুরু হবে নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
এনটিএ-র ওয়েবসাইটে গিয়েই পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের সময় পরীক্ষার্থীদের দশম শ্রেণির মার্কশিট ও শংসাপত্র, আধার কার্ড, ইউডিআইডি কার্ড, জাতি শংসাপত্র জমা দিতে হবে। শংসাপত্র বা মার্কশিটে উল্লিখিত তথ্যের সঙ্গে আধার কার্ডে দেওয়া তথ্যের কোনও গরমিল থাকলে পরীক্ষার্থী ‘কনফার্ম নেম অ্যাজ় পার আধার’ বিকল্পটি বেছে নেওয়ার পর স্ক্রিনে ‘নেম মিসম্যাচ ডিউরিং আধার অথেন্টিফিকেশন’ লেখাটি দেখতে পাবেন। সেখানে নিকটতম আধারকেন্দ্রে গিয়ে আধার অথেন্টিফিকেশন-এর কথাও উল্লেখ করা থাকবে। তখন পরীক্ষার্থীদের ‘মেসেজ বক্স’টি বন্ধ করে ‘আধার অথেন্টিফিকেশন’-এর কাজটি সেরে ফেলতে হবে। আধার কার্ডে যে ভাবে নাম বা অন্য তথ্যের উল্লেখ রয়েছে, তা সঠিক ভাবে আপডেট করতে হবে। এর পর তাঁরা তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
এনটিএ জানিয়েছে, গত বছরও একই সমস্যার সম্মুখীন হয়েছিল কিছু পরীক্ষার্থীরা। তখনই এই নির্দেশিকা জারি করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা। এ বছরও পরীক্ষার্থীদের একই পদ্ধতি অবলম্বনের কথা বলা হয়েছে নির্দেশিকায়।