প্রতীকী চিত্র।
রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের মেডিক্যাল এডুকেশন শাখায় শিক্ষক নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে। জানানো হয়েছে, মেডিক্যালের নানা বিষয় পড়ানোর জন্য কর্মী প্রয়োজন। এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
দফতরের নির্ধারিত শাখায় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিস (ডব্লিউবিএমইএস) ক্যাডার র্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর নিয়োগ করা হবে। রয়েছে তিনটি শূন্যপদ। তাঁদের পেডিয়াট্রিক গ্যাসট্রোএন্টেরোলজি বিষয়টি পড়াতে হবে।
নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ১৫,৬০০ থেকে ৪২,০০০ টাকা। এ ছাড়া, গ্রেড পে বাবদ অতিরিক্ত ৭০০০ টাকাও দেওয়া হবে তাঁদের। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতার শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
চাকরিপ্রার্থীদের এ জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ২৮ নভেম্বর আবেদনের শেষ দিন। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে ১ থেকে ৩ ডিসেম্বরের মধ্যে। এ বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।