দুর্গাপুর স্টিল প্লান্ট (ডিএসপি)। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল) অধীনস্থ দুর্গাপুর স্টিল প্লান্ট (ডিএসপি)-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্থায় বিভিন্ন ক্ষেত্রের পেশাদার প্রয়োজন। এ জন্য আগ্রহীরা অফলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় অ্যাডভাইজ়র বা পরামর্শদাতা নিয়োগ করা হবে। শূন্যপদ ৯টি। সংস্থার আয়রন জ়োন, মিলস জ়োন, পাওয়ার অ্যান্ড ইউটিলিটি জ়োন, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, টাউন সার্ভিসেস-সহ নানা বিভাগ এবং প্রোজেক্টে কাজের সুযোগ মিলবে।
ই-৪ থেকে ই-৭ গ্রেডের এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া জরুরি। পাশাপাশি, তাঁদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ই-৭ বা নিচু গ্রেডের কোনও এক্স-এগ্জ়িকিউটিভ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
কর্মীদের প্রথম ছ’মাসের জন্য সংস্থায় নিয়োগ করা হবে। এর পর সেই মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হতে পারে। গ্রেড অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত।
আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আগামী ১৫ নভেম্বর আবেদনের শেষ দিন। সিলেকশন কমিটির মাধ্যমে প্রথম পর্বের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।