অর্ডিন্যান্স ফ্যাক্টরি, দমদম। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরির সুযোগ। সংস্থায় উচ্চ পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তেরা নির্ধারিত মেয়াদে সংস্থায় কাজের সুযোগ পাবেন। দমদমে সংস্থার কার্যালয় তাঁদের কর্মস্থল হবে। এ জন্য প্রার্থীদের অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন জানাতে হবে।
সংস্থার তরফে নিয়োগ হবে এক্জ়িকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) এবং অ্যাসিস্ট্যান্ট এক্জ়িকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে। মোট শূন্যপদ দু’টি। উভয় পদে নিযুক্তরা প্রথমে দু’বছরের চুক্তিতে কাজের সুযোগ পাবেন। এর পর মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।
প্রতি মাসে এক্জ়িকিউটিভ পদে নিযুক্তকে মাসিক বেতন বাবদ ১,২০,০০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট এক্জ়িকিউটিভ পদে নিযুক্তকে ৪৫,০০০ টাকা দেওয়া হবে। কাজের মেয়াদ বাড়লে মাসিক বেতনের পরিমাণ বেড়ে ১,৩০,০০০ টাকা এবং ৫৫,০০০ টাকা হবে।
প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হলে এক্জ়িকিউটিভ পদে আবেদন করতে পারবেন। অন্য দিকে, বয়স যদি ৪০ বছরের মধ্যে হয়, তা হলে আবেদন জানানো যাবে অ্যাসিস্ট্যান্ট এক্জ়িকিউটিভ পদে।
প্রতি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা এবং ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ১৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাবে।