প্রতীকী চিত্র।
দেশে ইন্টেলিজেন্স ব্যুরো বা গোয়েন্দা সংস্থার নানা বিভাগে কর্মখালি। এই মর্মে কেন্দ্রের গৃহ মন্ত্রকের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, গ্রেড-২ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা এ জন্য অনলাইনেই আবেদনপত্র পাঠাতে পারবেন।
সংস্থায় অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড ২/ টেক পদে নিয়োগ হবে। শূন্যপদ ২৫৮টি। অফিসারদের সংস্থার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। এ ছাড়াও বিভিন্ন খাতে ভাতা দেওয়া হবে।
গ্রুপ ‘সি’ এই পদের জন্য আবেদনকারীদের ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হতে হবে। প্রার্থীদের ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/ ফিজ়িক্স উইথ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এ এমএসসি ডিগ্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স ডিগ্রি থাকলেও আবেদন জানানো যাবে। এ ছাড়াও ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে গেট উত্তীর্ণ হতে হবে। তাঁদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১০০ এবং ২০০ টাকা। আগামী ১৮ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর গ্রেড স্কোরের ভিত্তিতে প্রাথমিক পর্বের জন্য কর্মী বাছাই করা হবে। চূড়ান্ত পর্বে স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংস্থায় সংশ্লিষ্ট পদের জন্য কর্মী বেছে নেওয়া হবে।