এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর তরফে এ বছরের প্যারামেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকার আয়োজন করা হবে আগামী ২৮ জুন। জাতীয় স্তরের এই পরীক্ষায় উত্তীর্ণরা রাজ্যের এমস কল্যাণীতেও পড়ার সুযোগ পাবেন।
এমস কল্যাণীতে প্যারামেডিক্যালের বিএসসি কোর্সটি করা যাবে একাধিক বিষয়ে। সেগুলি হল— কার্ডিয়্যাক ল্যাবরেটরি টেকনোলজি, ইমার্জেন্সি মেডিসিন টেকনিশিয়ান, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (এমএলটি), মেডিক্যাল রেডিয়োলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি এবং ইউরোলজি ওটি টেকনোলজি। কোর্সগুলিতে মোট আসনসংখ্যা ৩ থেকে সর্বাধিক ২০। চলতি বছরের অগস্ট মাসে শুরু হবে কোর্সের ক্লাস।
প্যারামেডিক্যালের এই কোর্সগুলির মেয়াদ তিন বছর। এর পর প্রতিষ্ঠান থেকে এক বছরের একটি ইন্টার্নশিপ করারও সুযোগ দেওয়া হবে। তবে তা ঐচ্ছিক।
এমস কল্যাণীতে সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের ফি বাবদ ১১৪৫ টাকা জমা দিতে হবে। প্রতিষ্ঠানে নথি যাচাইয়ের জন্য রাখতে হবে আবেদনপত্র-সহ সমস্ত নথিও। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।