Law Admission 2026

দিল্লির এনএলইউ-এ ভর্তির জন্য আইনের প্রবেশিকা দিয়েছেন! দেখে নিতে পারেন ফলাফল

দিল্লির ন্যাশনাল ল’ ইউনিভার্সিটিতে আইনে স্নাতক (বিএএলএলবি) এবং স্নাতকোত্তর (এলএলএম) কোর্সে ভর্তির জন্য এই প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। এরপর কাউন্সেলিং-এর মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৬:২২
Share:

প্রতীকী ছবি।

দিল্লির ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি (এনএলইউ) তরফে অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট (এআইএলইটি) ২০২৬–এর ফলাফল ঘোষণা করা হয়েছে। যাঁরা দিল্লির এই প্রতিষ্ঠান থেকে আইন নিয়ে পড়তে ইচ্ছুক, তাঁদের প্রবেশিকা দিতে হয়।

Advertisement

কী ভাবে দেখবেন ফল

১। পরীক্ষার্থীদের প্রথমে এনএলইউ-র অফিসিয়াল ওয়েবসাইট nationallawuniversitydelhi.in–এ যেতে হবে।

Advertisement

২। ‘হোমপেজ’ থেকে এআইএলইটি ২০২৬-এ গিয়ে ‘লগ ইন’ করতে হবে।

৩। তা হলেই ফলাফল (স্কোরকার্ড) দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

পরবর্তী প্রয়োজনের জন্য স্কোরকার্ডটি ডাউনলোড করে রাখতে পারেন।

এআইএলইটি ২০২৬ আয়োজিত হয়েছিল ১৪ ডিসেম্বর। বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষা হয়েছিল। মোট ৩৬টি শহরে ৪৭টি পরীক্ষা কেন্দ্রে চলেছিল পরীক্ষা। দিল্লির ন্যাশনাল ল’ ইউনিভার্সিটিতে আইনে স্নাতক (বিএএলএলবি) এবং স্নাতকোত্তর (এলএলএম) কোর্সে ভর্তির জন্য এই প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। এরপর কাউন্সেলিং-এর মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যায়। ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে কাউন্সেলিং-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement