Asha Worker

আলিপুরদুয়ার জেলায় ৮০ জনের বেশি আশাকর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন

শুধু মাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহবিচ্ছিনা মহিলারাই আবেদন জানাতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৭:৪৪
Share:

আশাকর্মী। প্রতীকী ছবি।

আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে। শুধু মাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহবিচ্ছিনা মহিলারাই আবেদন জানাতে পারবেন। মহকুমা শাসকের (পশ্চিমবঙ্গ সরকার) করণের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

Advertisement

যোগ্যতা:

বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিবাহের শংসাপত্র প্রয়োজন, বিধবা মহিলাদের ক্ষেত্রে এবং বিবাহবিচ্ছিনা মহিলাদের ক্ষেত্রেও উপযুক্ত শংসাপত্র দেখাতে হবে আবেদনকারীকে।

Advertisement

আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ রেশনকার্ডের স্ব-প্রত্যয়িত নকল জমা দিতে হবে।

সাধারণ বিভাগের প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুয়ায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়ঃসীমা ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুয়ায়ী ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে যদি কোনও প্রার্থী উচ্চশিক্ষিতও হয়ে থাকেন, তা হলেও প্রার্থীর শুধুমাত্র মাধ্যমিকের নম্বরই যাচাই করা হবে।

আবেদন পদ্ধতি:

প্রয়োজনীয় সব নথির স্ব-প্রত্যয়িত নথি এবং প্রার্থীর সাক্ষর-সহ দু’ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনপত্র নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (বিডিও) অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২২। বিকাল ৫টা পর্যন্ত।

https://alipurduar.gov.in/index.html আলিপুরদুয়ারের সরকারি এই ওয়েবসাইট থেকে রিক্রুটমেন্টে গিয়ে আশা রিক্রুটমেন্ট ২০২২-এর বিজ্ঞপ্তিতে গেলে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন