India vs Sri Lanka

ঘূর্ণিঝড়ে ধস্ত শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সূর্যকুমারেরা, পড়শি দেশে গিয়ে বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত

এ বছর অগস্টে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ় খেলতে যাবে ভারত। সে দেশে বাড়তি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া দ্বীপরাষ্ট্রকে সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ২০:০৪
Share:

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। — ফাইল চিত্র।

এ বছর অগস্টে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ় খেলতে যাবে ভারত। তবে সেখানেই সফর শেষ হচ্ছে না। বাড়তি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপরাষ্ট্রটি। তাদের সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

Advertisement

শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্যান শাম্মি সিলভা স্থানীয় এক ওয়েবসাইটে এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, টেস্ট সিরিজ়‌ের পরেই টি-টোয়েন্টি সিরিজ় আয়োজন করার চেষ্টা চলছে। বাড়তি টি-টোয়েন্টি ম্যাচগুলি থেকে যে অর্থ পাওয়া যাবে তা খরচ করা হবে ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্গঠন এবং সেখানকার মানুষদের সাহায্যের কাজে। তবে ঠিক কতগুলি টি-টোয়েন্টি ম্যাচ ভারত খেলবে তা পরিষ্কার করেননি তিনি।

সিলভা এটাও জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরেই শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল ভারত। সেটিও ছিল ঘূর্ণিঝড়ে আক্রান্তদের সাহায্যের জন্যই। কিন্তু আয়োজনের সমস্যা এবং সম্প্রচারের জন্য কাউকে পাওয়া যায়নি বলেই সিরিজ় আয়োজন করা যায়নি।

Advertisement

ভারতের অকুণ্ঠ সমর্থনের জন্য বিসিসিআই-কে ধন্যবাদ জানিয়েছেন সিলভা। তাঁর আশা, টি-টোয়েন্টি ম্যাচ খেলার ফলে যে অর্থ পাওয়া যাবে তা দিয়ে ক্ষতিগ্রস্তদের সমস্যা অনেকটাই মেটানো যাবে।

এ বছর ভারতের টি-টোয়েন্টি সূচি এমনিতেই অনেক বেশি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। এ বার যোগ হল শ্রীলঙ্কাও। পাশাপাশি এক দিনের সিরিজ়‌ এবং টেস্ট ক্রিকেটও রয়েছে। আরও কিছু দেশের সিরিজ় ঘোষণা করা হবে পরে। বছরের শেষ দিকে ভারতে আসবে শ্রীলঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement