দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স হয়েছিল তারা। ফাইনালে হারতে হয়েছিল ভারতের কাছে। জেতা ম্যাচ ফস্কে গিয়েছিল প্রোটিয়াদের হাত থেকে। এ বার সেই খামতি পুষিয়ে নিতে চায় তারা। বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়েছে দক্ষিণ আফ্রিকা।
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দক্ষিণ আফ্রিকা যে দল নিয়ে খেলতে এসেছিল, প্রায় সেই দলই রয়েছে বিশ্বকাপে। কয়েকটি বদল হয়েছে। যেমন, বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন। ভারতের বিরুদ্ধে রান পাননি তিনি। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে শতরান করলেও তাঁর দিকে তাকাননি নির্বাচকেরা। জায়গা পাননি আর এক ওপেনার রিজ়া হেনড্রিক্স। বোঝা যাচ্ছে, বিশ্বকাপে দুই অভিজ্ঞ কুইন্টন ডি’কক ও অধিনায়ক এডেন মার্করাম ওপেন করবেন।
মিডল অর্ডারে টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, জেসন স্মিথ, ডেভিড মিলারেরা রয়েছেন। পাশাপাশি ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কর্বিন বশেরাও রয়েছেন। ফলে লোয়ার অর্ডারেও ব্যাটিংয়ে সমস্যা হবে না দক্ষিণ আফ্রিকার।
বিশ্বকাপে গ্রুপ ডি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ ফেব্রুয়ারি কানাডার বিরুদ্ধে অহমদাবাদে তাদের প্রথম ম্যাচ। ১১ ফেব্রুয়ারি আফগানিস্তান ও ১৪ ফেব্রুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। সেই দু’টি ম্যাচও হবে অহমদাবাদে। ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।
টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল— এডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি’কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন সমিথ, জর্জ লিন্ডে, কর্বিন বশ, অনরিখ নোখিয়া।