Alipurduar University Admission 2025

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে নানা বিষয়ে স্নাতকে ভর্তির সুযোগ, শুরু বিকেন্দ্রীভূত কাউন্সেলিং

প্রতি কোর্সের জন্য যে পড়ুয়ারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৮:৩৫
Share:

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর শুরু হল বিকেন্দ্রীভূত কাউন্সেলিং। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের তরফেও শুরু হয়েছে স্নাতকে ভর্তির কাউন্সেলিং। এ জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের অধীনে নানা বিষয়ের জন্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে— ইংরেজি, বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, সংস্কৃত, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স। সমস্ত কোর্সই চার বছরের। তবে মোট আসনসংখ্যা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

প্রতি কোর্সের জন্য যে পড়ুয়ারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। শূন্য আসনের উপর নির্ভর করে সমস্ত কোর্সে পড়ুয়াদের মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৭ অক্টোবর আবেদনের শেষ দিন। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে ২৫ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement