Chiranjib Bhattacharjee

যাদবপুরের সঙ্গে দায়িত্ব থাকছে উচ্চ মাধ্যমিকেরও! চূড়ান্ত পর্বের পরীক্ষা কী ভাবে সামলাবেন চিরঞ্জীব?

মঙ্গলবার উচ্চশিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল আর‌ও ১০ মাস চিরঞ্জীবই থাকছেন শিক্ষা সংসদের সভাপতি। অর্থাৎ, একই সঙ্গে দু’টি পদ সামলাবেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৯:১০
Share:

প্রতীকী ছবি।

গত শনিবার সেমেস্টার পদ্ধতিতে আয়োজিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম পর্বের ফলঘোষণা করেছিলেন তিনি। সোমবার যোগ দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে। তার পরই প্রশ্ন উঠেছিল দু’টি পদ কি একসঙ্গেই সামলাবেন চিরঞ্জীব ভট্টাচার্য? কারণ সংসদ সভাপতি পদে ইস্তফা না দিয়েই উপাচার্যের দায়িত্বভার হাতে তুলে নিয়েছিলেন তিনি।

Advertisement

মঙ্গলবার উচ্চশিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল আর‌ও ১০ মাস চিরঞ্জীবই থাকছেন শিক্ষা সংসদের সভাপতি। অর্থাৎ, একই সঙ্গে দু’টি পদ সামলাবেন তিনি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসাবে চিরঞ্জীব ভট্টাচার্যের মেয়াদ বৃত্তি করা হল ২০২৬ সালে ১১ আগস্ট পর্যন্ত।

এ বছরই প্রথম নতুন পাঠ্যক্রম ও নয়া সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব বা তৃতীয় সেমেস্টারের ফল। আগামী ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্ব তথা চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে।

Advertisement

মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সোম, বুধ ও শুক্রবার আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব পালন করব। মঙ্গল, বৃহস্পতি এবং প্রয়োজনে শনিবার সংসদের দায়িত্ব।”

হাতে গোনা কয়েক দিন পরই উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষার প্রস্তুতি শুরু হবে। ব্যস্ততা তুঙ্গে। তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে ছুটি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্ব সামলাবেন চিরঞ্জীব, জানিয়েছেন সে কথাও। সেই সময় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকবেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত।

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার শুরু হবে ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৬ বিধানসভা ভোটের কারণে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement