HS 3rd semester answer sheet online

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের উত্তরপত্র পাওয়া যাবে অনলাইনে, ভুল থাকলে করা হবে সংশোধন

সেপ্টেম্বর মাসে তৃতীয় সেমেস্টারে মোট ৬৬টি বিষয়ে পরীক্ষা গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার মধ্যে ১৬টি বৃত্তিমূলক বিষয় রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৯:২০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের উত্তরপত্র বা ‘আনসার কি’ আপলোড করল শিক্ষা সংসদ। ছাত্র-ছাত্রীদের কাছে থাকা ও‌এম‌আরের কার্বন কপির সঙ্গে এই উত্তরপত্র মেলাতে পারবে পড়ুয়ারা। ভুল থাকলে তা সংশোধনের জন্য আবেদন করতে হবে বলে জানাল‌ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

সেপ্টেম্বর মাসে তৃতীয় সেমেস্টারে মোট ৬৬টি বিষয়ে পরীক্ষা গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার মধ্যে ১৬টি বৃত্তিমূলক বিষয় রয়েছে। উত্তরপত্র মেলার পর কোন‌ও সংশয় থাকলে, পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের আঞ্চলিক অফিসে ডেপুটি সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে পারে বলে শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “ছাত্রছাত্রীরা যে নম্বর পেয়েছে, তার সঙ্গে উত্তরপত্র মিলিয়ে দেখতে হবে। প্রত্যাশিত নম্বরের সঙ্গে যদি কোনও ফারাক থাকে, সে ক্ষেত্রে পরীক্ষার্থীরা আঞ্চলিক অফিস বা কাউন্সিলের হেড অফিসে এসে যোগাযোগ করতে পারে। সংশোধন করার থাকলে তা অবশ্যই করা হবে।”

Advertisement

৩১ অক্টোবর প্রকাশিত হয়েছে তৃতীয় সেমেস্টারের ফলাফল। ওএমআরশিট-এ এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রাজ্যের পড়ুয়া। পাশের হার ৯৩.৭২ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৪৫ হাজার ৮৩২।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement