WBSSC model answer

মডেল উত্তরে তিনটি ভুল! সঠিক উত্তর দিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি

মডেল উত্তরপত্রের দু’টি বিষয়ে ৩টি প্রশ্নের সঠিক উত্তর হিসাবে যা প্রকাশ করেছিলে এসএসসি, তা আদতে ভুল। ৭ নভেম্বর মডেল উত্তরপত্র আপলোড করে কমিশন। সেখানে বাংলা ও ভূগোল এই দু’টি বিষয়ের উত্তরপত্রে বিশেষজ্ঞ কমিটির বলে দেওয়া উত্তরের বদলে ভুল উত্তর লেখা ছিল বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৬:৫৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রে ভুল! নতুন করে বিজ্ঞপ্তি জারি করে বাংলা ও ভূগোলে সঠিক উত্তর জানাল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

Advertisement

জানা গিয়েছে, মডেল উত্তরপত্রের দু’টি বিষয়ে ৩টি প্রশ্নের সঠিক উত্তর হিসাবে যা প্রকাশ করেছিলে এসএসসি, তা আদতে ভুল। ৭ নভেম্বর মডেল উত্তরপত্র আপলোড করে কমিশন। সেখানে বাংলা ও ভূগোল এই দু’টি বিষয়ের উত্তরপত্রে বিশেষজ্ঞ কমিটির বলে দেওয়া উত্তরের বদলে ভুল উত্তর লেখা ছিল বলে অভিযোগ। বাংলার ১২ নম্বর এবং ভূগোলের ৬ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তরে ভুল হয়েছিল, জানিয়েছে এসএসসি।

গত ২০ সেপ্টেম্বর এসএসসি ওয়েবসাইটে প্রাথমিক মডেল উত্তরপত্র আপলোড করা হয়। সেখানে ওই ভুল ছিল। তারপর ৭ নভেম্বর চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করা হয়, সেখানেও এই ভুলটি ছিল। বিষয়টি নজরে আসতেই ভুল সংশোধন করল এসএসসি।

Advertisement

রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে বিশেষজ্ঞ কমিটির বলে দেওয়া ওই তিনটি প্রশ্নের সঠিক উত্তর জানাল এসএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলার ১২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ‘বি’। ভূগোলের ৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ‘সি’ ও ৩৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ‘সি’।

স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, যদি কোনও পরীক্ষার্থী এই ভুল উত্তর চ্যালেঞ্জ করতেন বা মামলা করতেন, তা হলে বিশেষজ্ঞ কমিটির দেওয়া সঠিক উত্তরপত্র চেয়ে পাঠাত আদালত। দু’টি তথ্যের মধ্যে ফারাক হলে আইনি জটিলতা দেখা দিতে পারত। তাই ভুল সংশোধন করে দ্রুত সঠিক উত্তরটি জানিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement