WBSSC 9th-10th results

এসএসসি নবম-দশমের ফলপ্রকাশ চলতি সপ্তাহেই! একাদশ-দ্বাদশের ইন্টারভিউ নিয়ে উদ্বেগ ‘যোগ্য’দের

নবম-দশম শ্রেণির জন্য ২৩,২১২টি শূন্যপদ ছিল। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। মোট ১১টি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৩:১২
Share:

প্রতীকী চিত্র।

নভেম্বরের মাঝামাঝি এসএসসি নবম-দশম পরীক্ষার প্রকাশ হতে পারে। শিক্ষা দফতরর সূত্রের খবর, আগামী শনিবার ফলঘোষণার সম্ভাবনা রয়েছে।

Advertisement

নবম-দশম শ্রেণির জন্য ২৩,২১২টি শূন্যপদ ছিল। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। মোট ১১টি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।

এ দিকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য আগামী ১৭ নভেম্বর থেকে নথি যাচাইকরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ‌কিন্তু ইন্টারভিউ ও ভেরিফিকেশনের তালিকা বার করার আগে নতুন করে শূন্যপদের (আপডেট ভেকেন্সি) সংখ্যা প্রকাশ করতে হবে এসএসসিকে। শিক্ষা দফতর সূত্রের খবর, এই প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে এসেছে। মঙ্গল বা বুধবারের মধ্যে তা স্কুল সার্ভিস কমিশনের কাছেও পৌঁছে যাবে।

Advertisement

তা নিয়েই চাকরিপ্রার্থীদের মধ্যে প্রশ্ন উঠছে, তা হলে কবে তালিকা প্রকাশ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন , “১৭ নভেম্বর যদি নথি যাচাইয়ের দিন ঘোষণা করা হয়ে থাকে, তা হলে অন্তত তার চার দিন আগে এই সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করতে হবে।” নথি যাচাই হবে কেন্দ্রীয় ভাবে। অনেক প্রার্থীকে দূর থেকে আসতে হবে। তাই তাঁদের আগে থেকে জানাতে হবে। অর্থাৎ ১৩ নভেম্বরের মধ্যে তালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল।

গত শুক্রবার একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। তাতে বহু ‘যোগ্য’ চাকরিহারা প্রার্থীর নম্বর আশানুরূপ হয়নি। তালিকা প্রকাশের পরই তাঁরা জানতে পারবেন, ইন্টারভিউয়ের জন্য আদৌ ডাক পাবেন কি না! তাই তালিকা প্রকাশ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে ‘যোগ্য’দের মধ্যে।

এসএসসি সূত্রের খবর, মোট ৮০ নম্বরের উপর ভিত্তি করে তালিকা তৈরি করা হবে। তার মধ্যে ৬০ নম্বর রয়েছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে। অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষকদের দে‌ওয়া হবে ১০ নম্বর। আর শিক্ষাগত যোগ্যতার উপর থাকবে ১০ নম্বর। এর ভিত্তিতেই তালিকা তৈরি করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement