25 Course Admission in 2025

২৫টি পেশাভিত্তিক কোর্স করাবে আশুতোষ কলেজ, অনলাইনে চলবে ক্লাস

সব ক’টি কোর্সই ১২ সপ্তাহের, ৯৯৯ টাকা কোর্স মূল্য। যে কোনও প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ পড়ুয়ারাই যোগ দিতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৭:৪৮
Share:

আশুতোষ কলেজ। প্রতীকী ছবি।

২৫টি পেশাভিত্তিক কোর্স নিয়ে একাধিক বিষয়ে পড়ানো হবে কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ আশুতোষ কলেজে। সব ক’টি কোর্সই অনলাইনে পড়ানো হবে। তবে, প্র্যাক্টিক্যাল ক্লাস করার জন্য কলেজে যেতে হবে।

Advertisement

সব ক’টি কোর্সই ১২ সপ্তাহের, মূল্য ৯৯৯টাকা। কলেজের প্রধান অধ্যক্ষ মানস কবি বলেন, ‘‘সব ক’টি কোর্সই পেশাভিত্তিক। পড়াশোনার পাশাপাশি এই ধরনের কোর্স যদি করা থাকে তা হলে ভবিষ্যতে চাকরি পেতে পড়ুয়াদের অনেক সুবিধা হবে।” তিনি আরও জানিয়েছেন এই সব ক’টি কোর্সই যে কোনও প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ পড়ুয়াদের জন্য। শুধুমাত্র আশুতোষ কলেজের পড়ুয়াদের জন্য এমনটা নয়।

২৫টি কোর্স:

Advertisement

১) বি কিপিং অ্যান্ড ম্যানেজমেন্ট: প্রতিষ্ঠানের প্রাণিবিদ্যা বিভাগের তরফে আয়জন করা হয়েছে এই কোর্সটি। মৌমাছি পালন এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে পড়ানো হবে। স্নাতক স্তরের পড়ুয়া বা স্নাতক উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন।

২) এমপাওয়ার ইয়োর লাইফ: পেশাগত জীবন বৃদ্ধির জন্য কী কী দক্ষতা প্রয়োজন তা পড়ানো হবে এই কোর্সে। মনোবিজ্ঞান বিভাগের তরফে আয়োজন করা হয়েছে। যে কোনও বিষয়ের স্নাতক উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন।

৩) হারবালিজ়ম ইন কসমেটোলজি, অ্যারোমাথেরাপি অ্যান্ড ইয়োগা ফর বায়োএনট্রোপ্রনরশিপ: প্রাণিবিদ্যা বিভাগের তরফে আয়োজন করা হয়েছে এই কোর্সটির। শিক্ষার্থীরা কসমেটিক ইন্ডাস্ট্রি ও উদ্যোক্তা হিসেবে আধুনিক পেশায় নিজেদের কী ভাবে গড়ে তুলতে পারবেন, তা বিস্তারিত পড়ানো হবে। স্নাতক উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন।

৩) ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স ফর কম্পিটিটিভ এগ্‌জ়ামিনেশন: ইউপিএসসি, এসএসসি-সহ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে পড়ুয়ারা কী ভাবে প্রস্তুতি নেবেন তা বিস্তারিত পড়ানো হবে। স্নাতক উত্তীর্ণদের জন্য প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফে আয়োজন করা হয়েছে কোর্সটি।

৪) ট্রাভেল অ্যান্ড ট্যুরিজ়ম ম্যানেজমেন্ট: দ্বাদশ উত্তীর্ণদের জন্য এই কোর্সটি। ভ্রমণ ও পর্যটন ব্যবস্থাপনায় যাঁরা পেশা নির্বাচন করবেন তাঁদের জন্য এই কোর্সটি। ইতিহাস বিভাগের তরফে আয়জন করা হয়েছে।

৫) কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স অন ওয়াইল্ডলাইফ কনজ়ারভেশন অ্যান্ড ইকোট্যুরিজ়ম: পরিবেশবিজ্ঞান বিভাগের তরফে আয়োজন করা হয়েছে এই কোর্সটি। স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন।

এ ছাড়াও, ডেটা ম্যানেজমেন্ট ফর সোশ্যাল সায়েন্সেস, সাহিত্যভিত্তিক পেশাপ্রবেশ, প্রতিযোগিতার জন্য ইংরেজিতে দক্ষতা অর্জন কী ভাবে করা যায়, বাস্তুশাস্ত্র, এআই ফর অফিস ওয়ার্ক, ভূতত্ত্বের প্রাথমিক পাঠ, জিয়োগ্র্যাফিক্যাল টুলস অ্যান্ড টেকনিক্স, ইলেকট্রনিক প্রোডাক্ট ডিজ়াইন ইউসিং এমবেডেড সিস্টেমস, কোয়ানটেটিভ অ্যাপ্টিটিউড (প্রতিযোগিতা মূলক পরিক্ষার জন্য), ডেটা অ্যানালেটিক্স, এআই দিয়ে ডিজিটাল সমাজবিজ্ঞান কী ভাবে সম্ভব, পরিবেশে দূষণকারী পদার্থের বিশ্লেষণ, অরনামেন্টাল ফিস ব্রিডিং, অ্যাপ্লিকেশন অফ বায়োইনস্ট্রুমেন্ট ইন রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেডিক্যাল ডায়াগনস্টিকসে রেডিয়োলজি এবং ক্লিনিক্যাল প্যাথোলজির খুঁটিনাটি, সায়েন্টিফিক পেপার রাইটিং টুল্‌স, বায়োইনফরমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি, উদ্যোক্তা ব্যবস্থাপনা এবং ইনস্টিটিউশন্যাল কমিউনিকেশন অ্যান্ড পাবলিক স্পিকিং পড়ানো হবে।

কলেজের ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সেখান থেকেই সরাসরি ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আগ্রহীরা বিজ্ঞপ্তিটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement