WB PG Admission 2025

সাঁওতালি মাধ্যমে রসায়ন, ভূগোল পড়ার সুযোগ! খরচ কত? কী ভাবে আবেদন করবেন?

স্নাতকোত্তর স্তরের ২৪টি বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বেশ কিছু বিষয় সাঁওতালি মাধ্যমে পড়ানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৭:৪৫
Share:

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে রসায়ন, ভূগোলের মতো বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকোত্তর স্তরের ২৪টি বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে কিছু বিষয়ের ক্ষেত্রে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠনের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

বিষয়গুলি কী কী?

ভূগোল, রসায়ন, ম্যাথমেটিক্স, দর্শন, পদার্থবিদ্যা বিষয়গুলি স্নাতকোত্তর স্তরে সাঁওতালি মাধ্যমে পড়ানো হবে।

Advertisement

আর কোন কোন বিভাগে চলছে ভর্তি প্রক্রিয়া?

বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলা, ইংরেজি, সংস্কৃত, এডুকেশন, ইতিহাস, আইন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ সেবা, উদ্ভিদবিদ্যা, সঙ্গীত, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, লাইব্রেরি সায়েন্স বিভাগে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে।

কারা ভর্তি হতে পারবেন?

  • উল্লিখিত বিষয়ে স্নাতকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। যাঁরা ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন।
  • আইনের ক্ষেত্রে যাঁরা ২০০৫ থেকে ২০২৫-এর মধ্যে এলএলবি অর্জন করেছেন, তাঁরা এলএলএম-এর জন্য আবেদনের সুযোগ পাবেন।
  • সেলফ ফিনান্সিং কোর্স হিসাবে সাংবাদিকতা ও গণজ্ঞাপন এবং লাইব্রেরি সায়েন্স পড়ানো হবে। তাই এ ক্ষেত্রে ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ভর্তির আবেদন করতে পারবেন।

খরচ:

  • সাংবাদিকতা ও গণজ্ঞাপন এবং লাইব্রেরি সায়েন্সে ভর্তি হওয়ার জন্য ১১,৯৫০ টাকা থেকে ১৪,৯৫০ টাকা দিতে হবে।
  • অন্যান্য বিষয়ের ক্ষেত্রে অ্যাডমিশন ফি হিসাবে ৩,৭৫০ টাকা থেকে ১৫,৩৫০ টাকা ধার্য করা হয়েছে।
  • এলএলএম কোর্সের জন্য ৫১,৩০০ টাকা ভর্তি হওয়ার সময় খরচ করতে হবে।

আবেদনের শর্তাবলি:

  • অনলাইনে আবেদন জমা দিতে হবে।
  • সাংবাদিকতা ও গণজ্ঞাপন এবং লাইব্রেরি সায়েন্সে আবেদনের জন্য ৫০০ টাকা ফি ধার্য করা হয়েছে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এই ফি দিতে হবে না।

উল্লিখিত বিষয়গুলি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের (bankurauniv.ac.in) পাশাপাশি, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ, বাঁকুড়া সম্মিলনী কলেজ, বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ, পঞ্চমুড়া মহাবিদ্যালয়, পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়, রমানন্দ কলেজ, সলদিহা কলেজ এবং সরশুনা ল কলেজে করানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement