ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
ইসরোর অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে গবেষক খুঁজছে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)। ওই সংস্থার আর্থ সায়েন্সেস বিভাগের ‘স্টাডি অফ কোস্টাল কার্বন ডায়নামিক্স অফ সুন্দরবন এস্টুয়ারি’ শীর্ষক প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
কারা আবেদন করতে পারবেন?
পূর্ব অভিজ্ঞতা:
আগ্রহীদের গবেষণামূলক বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
পারিশ্রমিক:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা এবং বাড়িভাড়া-বাবদ ভাতা দেওয়া হবে।
চুক্তির মেয়াদ:
মোট এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও ওই মেয়াদ কাজের উৎকর্ষের নিরিখে বৃদ্ধি পেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
কী ভাবে হবে নিয়োগ?
বাছাই করা প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে।
কোন ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠানো যাবে, গবেষণার কাজ কবে শুরু হচ্ছে— এই সমস্ত তথ্য আইআইএসইআর, কলকাতার ওয়েবসাইট (iiserkol.ac.in) থেকে দেখে নেওয়া প্রয়োজন।