ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।
৬জি নেটওয়ার্ক সংক্রান্ত বিষয়ে গবেষণা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) , খড়্গপুর। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে ওই প্রকল্পে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। ওই প্রকল্পে একটি বেসরকারি সংস্থা আর্থিক অনুদান দেবে।
কারা আবেদন করতে পারবেন?
ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বৈধ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।
গেট বাদে অন্য কোন পরীক্ষায় উত্তীর্ণরা সুযোগ পাবেন?
ইউজিসি বা সিএসআইআর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্ট (আইএটি), ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ-অল ইন্ডিয়া এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর অ্যাডমিশন (আইসিএআর-এইআইইইএ), ইন্ডিয়ান কাউন্সিল অফ মে়ডিক্যাল রিসার্চ জুনিয়র রিসার্চ ফেলো (আইসিএমআর - জেআরএফ) -এর মতো পরীক্ষায় উত্তীর্ণরাও উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন।
বয়স, পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদ:
আইআইটি, খড়্গপুরের ওয়েবসাইট (www.iitkgp.ac.in) মারফতই আবেদন গ্রহণ করা হবে। আবেদনের ফি নির্দিষ্ট ব্যাঙ্ক মারফত পাঠানো আবশ্যক।