ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। নিজস্ব চিত্র।
রসায়ন বা পদার্থবিদ্যায় পিএইচডি করেছেন? যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর তরফে এমন ব্যক্তিকে গবেষণার কাজের জন্য নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। জেনে নিন, আবেদনের যোগ্যতা কী?
কোন বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন?
এক্স-রে ডিফ্রারেকশন, ফিল্ড এমিশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, ফ্লুটোলুমিনিসেন্স, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রিক্যাল/অপটিক্যাল ক্যারেক্টারাইজ়েশন টেকনিক্স নিয়ে কাজের পূর্ব দক্ষতা থাকা আব্যশক।
কত দিনের চুক্তিতে কাজ?
ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। ওই মেয়াদ সর্বোচ্চ এক বছর কিংবা তার বেশি সময়ের জন্য বৃদ্ধি পেতে পারে।
বয়স, পারিশ্রমিক, প্রকল্পের নাম:
আবেদনের শর্তাবলি:
কোন পদ্ধতিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, সেই সম্পর্কিত তথ্য আইএসিএস-এর ওয়েবসাইটে (iacs.res.in) শীঘ্রই প্রকাশ করা হবে।