উত্তর দিনাজপুরে কর্মখালি, কোন বিভাগে চলছে নিয়োগ? প্রতীকী চিত্র।
উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে ফ্লেবোটমিস্ট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য দশম উত্তীর্ণ ব্যক্তি প্রয়োজন। শূন্যপদ একটি। তাঁকে ভেক্টর বোর্ন ডিজ়িজ় কন্ট্রোল প্রোগ্রামের অধীনে নিয়োগ করা হবে।
কী কাজ করতে হবে?
কারা আবেদন করবেন?
মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণেরা এই কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ফ্লেবোটমি টেকনিশিয়ান কোর্স সম্পূর্ণ থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট কোর্সটি পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট কিংবা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের তরফে করানো হয়ে থাকে।
ফ্লেবোটমিস্ট হিসাবে পূর্বে কোনও সরকারি বা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন, বয়স এবং অন্যান্য তথ্য:
আবেদনের শর্তাবলি:
মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। উল্লিখিত পদে নিয়োগ সংক্রান্ত আরও কোনও তথ্য জানতে আগ্রহীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের (wbhealth.gov.in) ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।