সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত।
স্নাতকদের কাজের সুযোগ দেবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের কোর্ট মাস্টার ক্যাডার (শর্টহ্যান্ড) হিসাবে এমন ৩০ জনকে নিয়োগ করা হবে। তবে, এই কাজের জন্য থাকা চাই বিশেষ অভিজ্ঞতা।
সেগুলি কী?
কী ভাবে যোগ্যতা যাচাই?
শর্টহ্যান্ড টেস্ট (ইংরেজি ভাষায়), লিখিত পরীক্ষা (অবজেক্টিভ টাইপ), টাইপিং টেস্ট (কম্পিউটার) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
কোথায় হবে পরীক্ষা?
কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে শর্টহ্যান্ড টেস্ট (ইংরেজি ভাষায়), লিখিত পরীক্ষা (অবজেক্টিভ টাইপ) নেওয়া হবে। তবে, দিল্লিতে টাইপিং টেস্ট (কম্পিউটার) এবং ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে।
কী ভাবে আবেদন জমা দিতে হবে?
অনলাইন পোর্টাল মারফত আবেদন জমা দিতে পারবেন। আবেদনের পাশাপাশি, অ্যাপ্লিকেশন তথা টেস্ট ফি হিসাবে ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। সেই অর্থও অনলাইনে জমা দিতে হবে।
আবেদনের দিনক্ষণ:
উল্লিখিত পদে আবেদন পাঠানোর শেষ দিন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে, শীঘ্রই এই তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট (sci.gov.in)-এ জানিয়ে দেওয়া হবে।