সেন্ট্রাল গ্লাস ও সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থায় রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের বেছে নেওয়া হবে। বাছাই করা প্রার্থীর কাছে সেন্ট্রাল গ্লাস ও সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের একটি গবেষণা প্রকল্পে গবেষক হিসাবে কাজের সুযোগ থাকছে। শূন্যপদ একটি।
তবে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে রসায়ন ছাড়াও পদার্থবিদ্যা, ইলেক্ট্রনিক্স, বায়ো-কেমিস্ট্রি, বায়ো-টেকনোলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজির মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন।
এ ছাড়াও সেরামিক, মেটিরিয়াল সায়েন্স, ন্যানো সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের সিন্থেসিস অফ ন্যানো মেটিরিয়ালস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
প্রাথমিক ভাবে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে সংশ্লিষ্ট সংস্থায় কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তিকে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। পরবর্তীকালে কাজের চাহিদার ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি করা হলেও হতে পারে। মাসিক পারিশ্রমিক হবে ২৫,০০০ টাকা।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ জীবনপঞ্জি ইমেল মারফত জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৯ অগস্ট। এই বিষয়ে আরও জেনে নিতে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (cgcri.res.in) প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।