সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণরা অতিথি শিক্ষক (গেস্ট ফ্যাকাল্টি) হিসাবে কাজ পেতে পারেন। সিকিম বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগে ওই পদে যোগ্যদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীরা সরাসরি ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন।
গণিত, ইতিহাস, মনোবিদ্যা, ইংরেজি, বাণিজ্য, ভূতত্ত্ব, সঙ্গীত, প্রাণিবিদ্যা, চাইনিজ, লিম্বু, মাইক্রোবায়োলজি বিষয়ের পাশাপাশি জাতীয় শিক্ষানীতি ২০২০-র আওতায় এফওয়াইইউপি (ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম)-র জন্য মনোবিদ্যার অতিথি অধ্যাপক প্রয়োজন। পদপ্রার্থীদের উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৯। তবে ওই সংখ্যা বদলও হতে পারে। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন ২০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে।
৮ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন ব্লকে ১০টার মধ্যে আগ্রহীদের উপস্থিত থাকা প্রয়োজন। ওই দিন জীবনপ়ঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখতে হবে। এই বিষয়ে আরও তথ্যের জন্য সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (cus.ac.in) দেখে নেওয়া যেতে পারে।