NIT Durgapur recruitment

গবেষক হিসাবে ইঞ্জিনিয়ার নিয়োগ করবে এনআইটি দুর্গাপুর, কোন বিভাগে চলছে গবেষণার কাজ?

মোট তিন বছরের চুক্তিতে জুনিয়র রিসার্চ ফেলোকে কাজ করতে হবে। ওই কাজের জন্য প্রথম দু’বছর ৩৭ হাজার টাকা এবং তৃতীয় বছর ৪২ হাজার টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৯:০৬
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন? এমন ব্যক্তিদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুরে গবেষক হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

কোন কোন বিষয়ে ডিগ্রি থাকা প্রয়োজন?

  • ওই কাজের জন্য সিভিল, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকেরা আবেদন করতে পারবেন।
Advertisement
  • এ ছাড়াও স্ট্রাকচারাল, জিয়োটেকনিক্যাল, এনভায়রনমেন্টাল, মেটিরিয়াল সায়েন্স, কনস্ট্রাকশন টেকনোলজি, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন।

পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদ:

  • প্রাথমিক ভাবে এক বছর এবং মোট তিন বছরের চুক্তিতে কাজ চলবে।
  • ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।
  • পারিশ্রমিক হিসাবে দু’বছর ৩৭ হাজার টাকা এবং তৃতীয় বছর ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

কী ভাবে যোগ্যতা যাচাই?

  • সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • এর জন্য আলাদা করে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শর্তাবলি:

  • ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনের শেষ দিন ২৫ অগস্ট।
  • আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রও পাঠানো প্রয়োজন।

এই বিষয়ে আরও জানতে এনআইটি, দুর্গাপুরের ওয়েবসাইটটি (nitdgp.ac.in) দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement