বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
স্নাতকোত্তরের নানা বিষয়ে এখনও পড়ুয়াদের ভর্তির সুযোগ দিচ্ছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তির মাধ্যমে এমনই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কোর্স করা যাবে এগ্রিকালচার, হর্টিকালচার এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে। কোর্সগুলিতে বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, প্ল্যান্ট ফিজ়িয়োলজি, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচারাল মেটিরিয়োলজি, সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি, এগ্রিকালচারাল ইকোনমিক্স, অ্যাগ্রোনমি-সহ নানা বিষয় পড়ানো হবে।
সংশ্লিষ্ট কোর্সগুলিতে রয়েছে বেশ কিছু শূন্য আসন। যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ আসন এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলির জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর পর বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডে যোগ দিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।