প্রতীকী চিত্র।
বাঁকুড়া জেলায় কর্মী নিয়োগ করা হবে। জেলার শিশু সুরক্ষা কেন্দ্রে কাজের সুযোগ রয়েছে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। চাকরিপ্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
জেলার সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়োগ হবে প্রোটেকশন অফিসার (নন-ইনস্টিটিউশনাল কেয়ার) এবং আউটরিচ অফিসার পদে। মোট শূন্যপদ দু’টি। প্রোটেকশন অফিসার পদে নিযুক্তকে মাসে ২৭,৮০৪ টাকা এবং আউটরিচ অফিসার পদে নিযুক্তকে মাসে ১২,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
প্রোটেকশন অফিসার পদে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। অন্য দিকে, আউটরিচ অফিসার পদে আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
আউটরিচ অফিসার পদে যে কোনও দ্বাদশোত্তীর্ণ ব্যক্তি আবেদন করতে পারবেন। থাকতে হবে কথোপকথনের দক্ষতা। অন্য দিকে, প্রোটেকশন অফিসার পদের জন্য রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে। আগামী ১ জানুয়ারি আবেদনের শেষ দিন, এর পর লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। আগামী ১৭ থেকে ১৮ জানুয়ারি নেওয়া হবে পরীক্ষা। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।