এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-এর ভর্তুকি প্রাপ্ত সংস্থা এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড-এ চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি সংস্থার তরফে এমনই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় নির্ধারিত মেয়াদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় নিয়োগ করা হবে স্পেশ্যালিস্ট ১, স্পেশ্যালিস্ট ৩ এবং ম্যানেজার পদে। শূন্যপদ ১৮টি। নানা বিভাগে কাজ করতে হবে নিযুক্তদের। প্রথমে নিযুক্তদের কাজের চুক্তির মেয়াদ থাকবে তিন বছর। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তের কর্ম দক্ষতার ভিত্তিতে আরও দু’বছর তা বাড়ানো।
পদমর্যাদার উপর নির্ভর আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বা ৪৫ বছর। পদ অনুযায়ী, নিযুক্তদের সর্বাধিক বেতন হবে বছরে ২৭ লক্ষ ৫৫ হাজার টাকা। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও মিলবে।
বিভিন্ন পদের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। আগ্রহীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৩ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে সমস্ত পদে নিয়োগ হবে।