বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কৃষিবিদ্যা-র নানা বিষয় নিয়ে স্নাতকোত্তরের ইচ্ছে থাকলে, সুযোগ রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে (বিসিকেভি)। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের সুযোগ পাবেন পড়ুয়ারা। এ বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ্যা, উদ্যানপালন এবং এগিকালচারাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে স্নাতকোত্তর করতে পারবেন পড়ুয়ারা। তিনটি ফ্যাকাল্টির অধীনে বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, প্ল্যান্ট ফিজ়িওলজি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, সয়েল সায়েন্স, ভেজিটেবেল সায়েন্স, ফ্রুট সায়েন্স, ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, প্রসেসিং অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং-এর মতো নানা বিষয় পড়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিতে ৮০ শতাংশ আসনে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়ারা এবং ২০ শতাংশ আসনে ‘ওপেন’ বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইকার) কোটার অধীনে দেশের যে কোনও প্রান্তের পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৮০ শতাংশ আসনের অধীনে ফ্যাকাল্টি অফ এগিকালচারে ৮২টি, ফ্যাকাল্টি অফ হর্টিকালচারে ১৮টি এবং ফ্যাকাল্টি অফ এগিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ১০৪টি আসন রয়েছে। অন্য দিকে, ‘ওপেন ক্যাটাগরি’-র অধীনে ফ্যাকাল্টি অফ এগিকালচারে ৪০টি, ফ্যাকাল্টি অফ হর্টিকালচারে ৯টি এবং ফ্যাকাল্টি অফ এগিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫২টি আসন রয়েছে।
কৃষিবিদ্যা এবং উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তরে আবেদনের জন্য পড়ুয়াদের চার বছরের স্নাতকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিকেও থাকতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরের জন্য যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়েই আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ ৯০০ এবং ১,৮০০ টাকা জমা দিতে হবে। আগামী ৭ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা এবং বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। প্রবেশিকার আয়োজন করা হবে ৩০ অক্টোবর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।