বোস ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
গবেষক হিসাবে কাজ করতে চান? রসায়ন কিংবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি রয়েছে? তা হলে খোঁজ নিতে পারেন বোস ইনস্টিটিউটে। প্রতিষ্ঠান স্টুডেন্ট ইন্টার্ন হিসাবে একটি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে। শূন্যপদ একটি।
রসায়ন কিংবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়াও বর্তমানে টেকনোলজি কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারাও ইন্টার্ন হিসাবে আবেদনের সুযোগ পাবেন।
প্রার্থীর বয়স ২৪ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়াও তাঁর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আবশ্যক। প্রার্থীর মেধার নিরিখে তাঁকে বেছে নেওয়া হবে। মোট দু’মাসের চুক্তিতে তাঁর প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ চলাকালীন মাসিক ভাতা বাবদ ৫,০০০ টাকা মিলবে।
আগ্রহীরা শুধুমাত্র ডাকযোগে আবেদন জমা দিতে পারবেন। এর জন্য তাঁদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে যাবতীয় নথি নির্দিষ্ট দিনের মধ্যে জমা দিতে হবে। ২০ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটটি (www.jcbose.ac.in) দেখে নিতে পারেন।