ন্যাশনাল ইনস্টিটিটউট অফ হোমিয়োপ্যাথি। ছবি: সংগৃহীত।
কলকাতার ন্যাশনাল ইনস্টিটিটউট অফ হোমিয়োপ্যাথিতে কর্মখালি। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। সংস্থার লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, রেডিয়োগ্রাফার, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ চারটি, তবে এই সংখ্যার পরিবর্তন হতে পারে।
লাইব্রেরি সায়েন্স, রেডিয়োগ্রাফি, ইংরেজি এবং হিন্দি বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। রেডিয়োগ্রাফার এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে অনূর্ধ্ব ২৮ বছর এবং লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
নিযুক্তেরা প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৩৫ হাজার ৪০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
২৮ মে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন আগ্রহীরা সরাসরি কলকাতার ন্যাশনাল ইনস্টিটিটউট অফ হোমিয়োপ্যাথিতে উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে তাঁদের সংস্থার ওয়েবসাইটে দেওয়া ফর্মটি পূরণ করে তা সঙ্গে রাখতে হবে। বিশদ জানতে সংস্থায় ওয়েবসাইটটি (www.nih.nic.in) দেখে নিতে পারেন।