উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, পুজোর আগেই সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে। তা মেনেই, কলকাতা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আইনে কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রবেশিকার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
কারা আবেদন করবেন?
আগ্রহীদের কলা, বিজ্ঞান, বাণিজ্য— যে কোনও শাখায় দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
কী ভাবে ভর্তি নেওয়া হবে?
- কলকাতা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মোডে প্রবেশিকার মাধ্যমে ভর্তি নেবে।
- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে লিখিত পরীক্ষা এবং কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি নেওয়া হবে।
কোথায় ক্লাস হবে?
- কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের এলএলবি কোর্স করানো হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ছাড়াও ১৩টি কলেজে ওই কোর্সের ক্লাস করানো হবে।
- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও গর্ভনমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন, বেঙ্গল ল কলেজ, অ্যামেক্স ল কলেজ এবং জর্জ স্কুল অফ ল-এ ক্লাস করানো হবে এলএলবি কোর্সের।
আসন সংখ্যা:
- কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ কলেজ মিলিয়ে ১,৯১৪ টি আসন বরাদ্দ হয়েছে এলএলবি কোর্সের জন্য।
- বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ কলেজ মিলিয়ে মোট ৪৮০ টি আসন বরাদ্দ করা হয়েছে।
খরচ:
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোর্টাল মারফত আবেদনের জন্য ৮০০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে।
- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদনমূল্য হিসাবে ২৫০ টাকা নেওয়া হবে।
আবেদনের সূচি:
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে অনলাইনে ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।