কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স যাঁদের উচ্চশিক্ষার বিষয়, তাঁদের গবেষণার জগতে প্রবেশের সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। চলতি বছর পড়ুয়ারা পিএইচডি করতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সেন্টার থেকে। এ জন্য আগ্রহীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের এসএন প্রধান সেন্টার ফর নিউরোসায়েন্সেস থেকে পিএইচডি করানো হবে। গবেষণা তত্ত্বাবধানে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সেন্টার এবং এসএসকেম হাসপাতালের নিউরোসায়েন্স-এর অধ্যাপকেরা। সর্বাধিক পাঁচটি আসনে পড়ুয়াদের পিএইচডি-র জন্য ভর্তি নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পিএইচডিতে আবেদনকারীদের জন্য যোগ্যতার মাপকাঠি ইউজিসি নির্ধারিত নিয়ম মেনে স্থির করা হয়েছে।
আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। যাঁরা নেট/ সেট/ গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ বা জাতীয় স্তরের কোনও ফেলোশিপ প্রাপক, তাঁদের মূল্যায়ন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। আগামী ১৫ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে ২৩ সেপ্টেম্বর। উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে ১০ অক্টোবর। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ১৫ অক্টোবর। এ সংক্রান্ত বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।