আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।
ক্যানসার নিয়ে গবেষণামূলক কাজের সুযোগ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায়। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আইএসআই কলকাতার মেশিন ইন্টেলিজেন্স ইউনিটে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডিপ মাল্টিভিউ ডিপেন্ডেন্সি অ্যানালিসিস ফর ক্যানসার ডায়নোসিস অ্যান্ড প্রোগনোসিস’।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট লিঙ্কড পদে। শূন্যপদ একটি। গবেষকের কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন এবং নিযুক্তের কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।1630701
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত গবেষকের সাম্মানিক হবে মাসে ৩১,০০০ টাকা থেকে সর্বাধিক ৩৬,০০০ টাকা পর্যন্ত।
প্রজেক্ট লিঙ্কড পার্সন-১ পদে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজিতে এমই বা এম টেক থাকতে হবে। বিজ্ঞানের নানা বিষয়ে এমএসসি বা এমসিএ ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীরা আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে পারবেন। আগামী ১৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা নাগাদ প্রতিষ্ঠানেই ইন্টারভিউ আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।